আজানের সুমধুর সুর ভেসেছে
সুবহে সাদিকের ও নূর হেসেছে
আজাজিল পালিয়ে যাচ্ছে দেখো
সালাতে চলো যাই সামনে বাড়ো।
শেষরাতে শয়তানে আদর করে
পা মাথা টিপে দেয় কদর করে
তাগাদা দিয়ে যায় আরাম করো-
বে-ঈমান করে দেয় ঘুমও গাড়ো।
নাজাত নাজাত বলে হতাশ যারা
নামাজে রুজু হও সবার আগে,
তোমাকে দেখে আজ পড়–ক সাড়া
পাপিরাও ভিড়বে যে অনুরাগে।
কল্যাণ ও নাজাতের ডাক এসেছে
ঘুম ভাঙো ঘুম ভাঙো হাঁক এসেছে
বাকি যে অনেক কাজ জেগেই দেখো
আরামের বিছানা জলদি ছাড়ো।