যে যায় কঠিন কালের কপাট খুলে অকপটে তুমি তারে যাও ভুলে। স্মৃতির সনদ হতে মুছে তার নাম যে আসে সামনে তাকে জানাও প্রণাম। আঁখির পাতায় রেখ না তোমার স্মৃতির কাজল ধুয়ে ফেল সব ঝরিয়ে দুফোটা নয়নের জল। নতুন দিনের সোনালি আলোয় শুকিয়ে চোখের পাতা নতুন উদ্দামে খুলো জীবনের হালখাতা।