গ্রামটা এখন শিশির ভেজা নেইকো রোদের দেখা, চতুর্দিকে ফুটছে দারুণ কেবল শীতের রেখা। শীতল বাতাস বইছে শুধু পুরো গাঁয়ের মাঝে, হাঁটতে গেলে পা ভিজে যায় এই প্রকৃতির ভাঁজে। গাঁয়ের কৃষক তবু ছুটে সকাল বাজার পানে, পৃথিবীটা মাতিয়ে তুলে ফুলপাখিরা গানে। শীতের সকাল গাঁয়ের মাঝে ভীষণ মজার লাগে, চলাফেরা দেখে সবার দারুণ সাহস জাগে।