শীতের দিনে January 1, 2023 18 FacebookTwitterPinterestWhatsApp যায়না হাঁটা পথে ঘাটে হায়রে রাস্তায় শীত এমন ভাবে ওষ্ঠ কাঁপে যেনো গাচ্ছি গীত। শুয়ে থাকতে ভালো লাগে উঠতে না চায় মন লেপের নিচে ঘুমিয়ে রই তাই তো সারাক্ষণ। শীতের দিনে ভালো লাগে খেতে খেজুর গুড় খেজুরের রস খেতে হলে আসো ফরিদপুর।