হিম কুয়াশায় ঘুম ভেঙেছে
পড়ছে অনেক শীত,
পাখপাখালি গুনগুনিয়ে
গায়ছে শীতের গীত।
কৃষকেরা ধান কেটেছে
উল্লাসিত মন,
চাদর গায়ে বুড়া আসে
টনটনানি টন।
দুষ্ট রাখাল সুর তুলেছে
বাঁশের বাঁশির সুর,
খেজুররসে মাটির হাঁড়ি
হয়ছে যে ভরপুর।
রসের পিঠা খেতে মিঠা
মনে আসে সুখ,
শীতের দিনে পিঠা বিনে
মনে লাগে দুখ।