রাত পোহালে December 25, 2022 20 FacebookTwitterPinterestWhatsApp রাত পোহালে বিজয় দিবস আনন্দ উল্লাসে, সবার হাতে লাল সবুজে পতাকা উড়ছে আকাশে। আকাশ বাতাস খুশি সবে বিজয় দিবস দেখে, সবাই মিলে হাতে হাতে বিজয় পতাকা আঁকে। ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র পেলাম, শহীদ স্মরণে প্রভাত ফেরীয়ে ফুল দিয়ে এলাম।