ময়না পাখি January 1, 2023 22 FacebookTwitterPinterestWhatsApp বাজার থেকে আনলো কিনে ময়না পাখি মিনা, তাই দেখে বেঁজায় খুশি ছোট বোন দিনা। পাড়ার সবাই দেখতে এলো মিনার ময়না পাখি, পাশের বাড়ির হেনা,কণা ছোট্ট মেয়ে আঁখি। ময়না পাখি নিয়ে এখন সারা বেলা কাটে, মন বসেনা মিনা দিনার সন্ধ্যে বেলা পাঠে।