ইচ্ছে করে দ্বীনের জন্য করতে অনেক কাজ, দ্বীন বিজয়ের জন্য মাথায় পড়তে বীরের তাজ। দ্বীনকে ছেড়ে চলছে যারা ভিন্ন পথে রোজ, ইচ্ছে করে তাদের কেবল নিত্য করি খোঁজ। এই পৃথিবীর সবার মাঝেই দ্বীনকে ছড়াই আজ, ইচ্ছে করে কাজ করে যাই সকাল বিকাল সাঁঝ দ্বীনকে মেনেই চলুক সবাই ইচ্ছে মনের এই, ছোট্ট মনে দ্বীনকে ছাড়া ইচ্ছে তো আর নেই।