আমার জীবন না হয়, ভালোবাসাহীন গেলো! তবুও তো তুমি ভালো আছো, এটা যে কতটা সুখের কী করে বোঝাব তোমাকে? প্রেম আসেনি আমার দরজায় কোনো দিন। শুধু উপেক্ষা আর অবহেলা বারবার কড়া নেড়েছে। আমি তাদের সাথেই করি ভাব, ওরা আমার ভীষণ আপন। একটি বারের জন্য আমার হাত ছাড়ে না। বড্ড বেশি আপনার করে রাখে, এক পলকের জন্যেও আমাকে দূরে সরে যেতে দেয় না। আমাকে বারবার আশ্বাস দেয়, খুব একাকী সময়ে বলে, কেঁদে নাও একটুখানি। কখনও নিঃসঙ্গ ভেবো না, আমরা তোমার সঙ্গে রয়েছি। এই জন্মে আর কোনো সময় তোমাকে যাবো না ছেড়ে। ভালোবাসাহীন সময়গুলোতে, ওরা আমাকে আঁকড়ে ধরে ভীষণ আবেগে। এক নিমেষের জন্য ভুলতে দেয় না, এ জীবন কতটা অনাদরে ভরা। প্রেমস্পর্শহীন কত যে নিশি, ওরা বুকের পাঁজরে তীব্র ঝড় তুলে বুঝিয়ে দেয়। তোমার জন্য ভালোবাসা নেই, প্রেম নেই! কখনও নিঃসঙ্গ ভেবো না নিজেকে, ভালোবাসাহীন জীবন এমনই তো হয়, অনাদর অবহেলা আর উপেক্ষা সঙ্গী হয়।