শ্রদ্ধায় নতশিরে স্বাগত জানাই ডিসেম্বর তোমায়
রক্তাক্ত দিন, মাস, ক্ষণ পেরিয়ে শত সহস্র লাশের
সম্ভ্রমহারা মা, বোনের আত্ম অহামিকা ফিরিয়ে
দাও হে ষোলোই ডিসেম্বর, তুমি স্মৃতিতে স্মরণীয়।
আবার এসেছে বিজয় মাস, বার বার আসবে ফিরে
তোমাকে স্মরণ করবো আমরা, বীর শহীদের তরে
তুমি অহংকার আমার বাংলা মায়ের মুক্তির জন্য
তুমি বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশকে করেছো ধন্য।