বাংলার জয়জয়কার December 18, 2022 22 FacebookTwitterPinterestWhatsApp চারিদিকটা আলোকিত আজ ঘুচেছে অন্ধকার চারপাশে শুনি বিজয়ের গান বাংলার জয়জয়কার। শত্রুরা সব হটছে পিছু মুক্ত হয়েছে বাংলা দেশকে বাঁচাতে জীবন দিয়েছে কৃষক-শ্রমিক কামলা। সবুজ ঘাসে ফুটেছে আজ কলমি লতার ফুল বাংলাকে সুরভিত করেছে শত শত বকুল।