বরণ করি January 1, 2023 22 FacebookTwitterPinterestWhatsApp দিন গেল মাস গেল গেল একটি বছর, বছর শেষে নতুন দিনে জমল মজার আসর। ঢোল বাজে ঢাক বাজে বাজে আরো কাসর, নতুন দিনে প্রকৃতির আজ হচ্ছে যেন বাসর। এই দিনটি রাখবো মনে তাই তো আয়োজন, নতুন বছর বরণ করি সকল প্রিয়জন।