নব বর্ষ January 1, 2023 26 FacebookTwitterPinterestWhatsApp অতীতের গ্লানি ভুলে গিয়ে এলো নব বর্ষ, দুঃখ কষ্ট দূর হোক জেগে থাক হর্ষ। নব বর্ষ নব ভাবে চারিদিকে নব আনন্দে, নব ভালোবাসায় নব সম্ভাবনায় সাঁজে নব ছন্দে। নব বর্ষে নব স্বপ্ন পূরণ হোক ইচ্ছা, নব প্রভাতে স্বাগত জানাই সকলকে জানাই শুভেচ্ছা।