টিয়া পাখির বিয়ে January 22, 2023 20 FacebookTwitterPinterestWhatsApp রোদ উঠেছে ফুল ফুটেছে টিয়া পাখির বিয়ে টুনটুনি আজ মহা খুশি গায়ে হলুদ দিয়ে। কোকিল, শালিক খাইতে এসে ভাবছে ময়নার কথা, চিল বলে, ভাই খাইতে এসে- ভেবো না অযথা! কাঠঠোকরা, মাছরাঙা নাচছে পাখা মেলে টিয়া পাখি লজ্জা পেয়ে লুকাচ্ছে আবডালে।