বুদ্ধির দৃপ্তিতে যারা ছিল
সেদিন চির মহিয়ান
দেশের জন্যে দিতে হলো
সে জীবন বলিদান।
যাদের রক্তের দামে পেলাম
স্বাধীন বাংলাদেশ
তারাই জাতির সূর্য সন্তান
নবীন সূর্যের দেশ।
ডিসেম্বরের চৌদ্দ তারিখ
চালায় বুকে গুলি
জাতীয় চারনেতা মেরে তাই
তাদের কেমনে ভুলি।