স্বপ্নের মত একটা বছর শেষ করেছেন লিটন দাস। সাদা পোশাকে রঙিন সময় কাটানো লিটন দাস এখন বাংলাদেশের ব্যাটারদের পক্ষে সেরা। র্যাংকিংয়ে ১২ নাম্বারে জায়গা করে নেওয়া লিটন দাস পেছনে ফেলেছেন গ্রেট বিরাট কোহলিকে।
টেস্টে ব্যাটারদের সেরা র্যাংকিংয়ে লিটনের অবস্থান এখন ১২ তে। এর আগে গত জুনে ১২ নাম্বারে উঠে এসেছিলেন লিটন দাস। এরই সাথে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা র্যাংকিংও লিটন দাসের দখলে।
আইসিসির সবশেষ তথা আজ বুধবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত সবশেষ ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। এদিকে ২ ধাপ এগিয়ে ১২ নাম্বারে উঠে এসেছেন লিটন দাস। অপরদিকে দুই ধাপ অবনতি হয়েছে বিরাট কোহলির। তার অবস্থান এখন ১৪ নাম্বারে।