কাকতাড়ুয়া December 18, 2022 54 FacebookTwitterPinterestWhatsApp বুলবুলি আর ফিঙে পাখি জিরায় আমার কাঁধে, তাদের কাছে করি মিনতি তোমায় যেন সাধে। কাকতাড়ুয়ার নেইকো চাওয়া তোমার দর্শনহীন, তোমায় দেখার জন্য করি অপেক্ষা প্রতিদিন। তোমার মনের ফুল বাগানে ফুটলে প্রেমের কলি, কাকতাড়ুয়ার বেশে আমি তাড়াবো ভ্রমর অলি।