কাকতাড়ুয়া January 1, 2023 25 FacebookTwitterPinterestWhatsApp পাখির দলও বুঝে নাকো কাকতাড়ুয়ার ভাষা, তাই তো পাখি রোজ আসে যায় বাঁধে নাকো বাসা। রাতের আঁধার ঘিরে থাকে আমার চতুরপাশ, চাঁদ তারকা রোজই বলে- নিজকে ভালোবাস! নিজেকে নিজে ভালোবাসা যায়! আমি নেই এর পক্ষে, তোমায় দিবো অনন্ত প্রেম জমা আছে যা বক্ষে।