একটি পাখি January 8, 2023 13 FacebookTwitterPinterestWhatsApp একটি পাখি উড়ছে দেখো নীল আকাশের পরে খোকন সোনা দেখছে সেটি আপন মনের ঘরে। ডানা ঝাপটিয়ে ছুটছে পাখি খুঁজছে নিজের আহার যেদিন তাকায় সেদিক শূন্য উঁচু-নিচু পাহাড়। হঠাৎ করে ছোট্ট পোকা দেখতে পেলো সে অমনি করে ঠোঁট বাড়িয়ে ধরলো জোরসে।