যে দেশের জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের
ভাষা আদায় থেকে শুরু হয়েছিল পাওয়া
তারপর মুক্তিযুদ্ধ হয় শহীদের রক্ত ঋণের
স্বাধীনতা স্বাধীকার অর্জন যা হয় পাওয়া।
আর পিছনে তাকাতে হয়নি বলায়-চলায়
স্বাধিকারের দাবি নিয়ে করতে হয়নি যুদ্ধ
স্বাধীন দেশে মুক্ত আলোয় হাসি ও খেলায়
আমরা ঋণী শহীদের কাছে রক্তে আজ শুদ্ধ।
পুড়া বাড়ি শূন্য গোলা সর্বস্ব হারা দুখী মানুষ
করুণ চেহারায় মৃতের দেশে সাজে ফানুস!