মা গো, একমুঠ চাউল দাও! ভিক্ষুকের হাঁক! সে নিরুপায় বলে। অর্থ কড়ি মানুষজন দেখেও না দেখার ভান করে, হাত বাড়িয়ে দিলে উপকৃত হয় সর্বস্ব হারা মানুষ। শীতের কঠিন অবস্থায় বেঁচে আছে, দুর্বিসহ জীবনে, না আছে পেটে ভাত, না আছে থাকার জায়গা কিংবা- না আছে শীতের মোটা জামা কাপড়। মানবিক জীবন যাপন করি, এসো সবাই মিলেমিশে সহযোগিতার হাত বাড়াই, ওরাও বেঁচে থাকুক একটু ভালো ভাবে। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে, কারণ মানুষ প্রভুর শ্রেষ্ঠ সৃষ্টি।