ঐযে নদী চলছে বয়ে
আপন মনে বাঁকে বাঁকে,
মন্টু মাঝি ধরে ইলিশ
নৌকা বেয়ে ঝাঁকে ঝাঁকে।
কলসি কাঁখে নতুন বধূ
নূপুর পায়ে চলছে ধেয়ে,
চপল, চপলা ছেলে মেয়ে
ফিরছে বাড়ি কেবল নেয়ে।
পতিত পড়া জমি ঘেঁষে
নদীর জোয়ার পিছন ফেলে,
বাবু ময়রার বাড়ি থেকে
কয়েক কদম এগিয়ে গেলে।