বিশ্বকাপের শুরু থেকেই একটি খবর বেশ আওড়ানো হচ্ছিল যে মেসি বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। তবে যারা এটি চেয়েছিলেন তাদের আশা বোধকরি সহসাই পূরণ হচ্ছে না। মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বয়সটা ৩৫ হলেও এখনো যেন দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে থেকে খেলে যাচ্ছেন মেসি। বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বলও।