ধামরাইয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শাওন (৫৫), তিনি নান্নার ইউনিয়নের নান্নান গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় কালামপুর থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় সূতিপারা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় মানিকগঞ্জগামী অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।