নতুন বইয়ে নতুন পড়া
খুশি সবার মন।
আনন্দ-উল্লাসে সবাই
করছে কত পণ।
খুলছেনা তো পাঠ্যমেলা
হচ্ছেনা তাই পড়া,
শিখবে কবে মজা করে
নতুন বইয়ের ছড়া।
শিশুর মনে ক্ষণে ক্ষণে
ইচ্ছে জাগে আবার,
সকল বাঁধা ভেঙে ছুড়ে
শিক্ষালয়ে যাবার।
নতুন বইয়ে নতুন পড়া
খুশি সবার মন।
আনন্দ-উল্লাসে সবাই
করছে কত পণ।
খুলছেনা তো পাঠ্যমেলা
হচ্ছেনা তাই পড়া,
শিখবে কবে মজা করে
নতুন বইয়ের ছড়া।
শিশুর মনে ক্ষণে ক্ষণে
ইচ্ছে জাগে আবার,
সকল বাঁধা ভেঙে ছুড়ে
শিক্ষালয়ে যাবার।