বাংলাদেশ বৃহস্পতিবার 14, December 2017 - ৩০, অগ্রাহায়ণ, ১৪২৪ বাংলা

প্রধানমন্ত্রী যশোর আসছেন ৩১ ডিসেম্বর

যশোর  সংবাদদাতা | প্রকাশিত ১৪:৫৯ ডিসেম্বর ০৭, ২০১৭

 আগামী ৩১ ডিসেম্বর যশোর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন বেলা দুইটায় যশোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে বিমানবাহিনীর অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরপরই তা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। প্রধানমন্ত্রীর এই সফরে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দিবেন কী-না তা এখনো নিশ্চিত নয়। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি-দাওয়া তুলে ধরা হবে; যার মধ্যে করপোরেশন ঘোষণার বিষয়টিও থাকতে পারেব। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ রাত আটটার দিকে গণভবনে যশোরের কর্মসূচি চূড়ান্ত হয়। সেখান থেকে বেরুনোর পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার জানান, ৩১ ডিসেম্বর বেলা দুইটায় শামসুল হুদা স্টেডিয়ামে জনসভা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সিনিয়র নেতারা থাকবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী যশোরস্থ মতিউর ঘাঁটিতে বিমানবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। গত জাতীয় নির্বাচনের আগে এক জনসভায় প্রধানমন্ত্রী যশোরবাসীকে আশ্বস্ত করেছিলেন, এ বলে যে-ফের ক্ষমতায় এলে তিনি যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ব্যবস্থা নেবেন। সে কারণে যশোরবাসী প্রধানমন্ত্রী এখানে এসে কী ঘোষণা দেন, তা দেখার প্রতীক্ষায় রয়েছেন যশোরবাসি। এ বিষয়ে জানতে চাইলে শাহীন চাকলাদার বলেন, 'সময় কম ছিল। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তবে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি-দাওয়া তুলে ধরবো। দেখা যাক কী হয়।' 'প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ছাড়াও বেশ কিছু স্থাপনা উদ্বোধন করবেন,' বলেন, শাহীন চাকলাদার। এর আগে আগামী ২৭ ডিসেম্বর 'শেখ হাসিনা সফটওয়্যার পার্ক' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহরের নাজিরশঙ্করপুরে প্রায় আড়াইশ' কোটি টাকা ব্যয়ে পার্কটি স্থাপন করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পার্কটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

 

 


পাঠকের মন্তব্য (০)

লগইন করুন


এ সম্পর্কিত খবর

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রিট খারিজ

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রিট খারিজ

 রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলার মনোনয়ন

ফ্রান্স সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফ্রান্স সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

 ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগদান ও তিন দিনের সফর শেষে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ

ফেব্রুয়ারি থেকে ফের ১০ টাকা কেজির চাল

ফেব্রুয়ারি থেকে ফের ১০ টাকা কেজির চাল

স্থগিত থাকার পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ফের খাদ্যবান্ধব কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির


প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস : সিআইডি

প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস : সিআইডি

 : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রেস থেকেই ফাঁস হয়। এর সঙ্গে

রাতের ঢাকায় ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না

রাতের ঢাকায় ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না

রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ী চালানো যাবে

ওআইসির ইস্তাম্বুল ঘোষণায় যা আছে

ওআইসির ইস্তাম্বুল ঘোষণায় যা আছে

পবিত্র শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পাল্টা হিসেবে পূর্ব জেরুজালেমকে


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অাওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অাওয়ামী লীগের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার

তাপস হত্যার ৩ বছর : বহাল তবিয়তে আসামিরা

তাপস হত্যার ৩ বছর : বহাল তবিয়তে আসামিরা

বছর ঘুরে ফিরো এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ কর্মী ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস হত্যারআরো সংবাদ
সাভার ও ধামরাইয়ে দুই লাশ উদ্ধার

সাভার ও ধামরাইয়ে দুই লাশ উদ্ধার

১৩ ডিসেম্বর, ২০১৭ ২২:৩৭


ব্রেকিং নিউজ